মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আন্দোলনে আহতদের খোঁজ না পেয়ে শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১২ জানুয়ারি ২০২৬

আন্দোলনে আহতদের খোঁজ না পেয়ে শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ধানমন্ডি থানার একটি হত্যাচেষ্টা মামলায় আহতদের অস্তিত্ব না পাওয়ার কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে তথ্য জানা গেছে।

অব্যাহতির সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, মোহাম্মদ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ মোট ১১৩ জন।

এর আগে গত নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঞাঁতথ্যগত ভুলউল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ফেব্রুয়ারি।

মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের সেপ্টেম্বর। অভিযোগে বলা হয়, আগস্ট ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের সামনে সাহেদ আলীসহ জন আহত হন। ঘটনায় সাহেদের কথিত ভাই শরীফ শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে মামলা করেন। প্রাথমিকভাবে চারজন গ্রেপ্তার হলেও পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

তদন্তে সাহেদ আলীসহ কোনো আহত ব্যক্তির সন্ধান মেলেনি। সীমান্ত স্কয়ার, ঢাকা কলেজ, সিটি কলেজ আশপাশের হাসপাতালগুলোতে চিঠি পাঠিয়েও কোনো চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। বাদীকেও একাধিকবার আহতদের হাজির করতে বলা হলেও সাড়া মেলেনি।

এছাড়া বাদীর ঠিকানা পরিচয় যাচাইয়ে অসংগতি ধরা পড়ে। তার মোবাইল নম্বরও অধিকাংশ সময় বন্ধ পাওয়া যায়। এসব বিবেচনায় আহতদের অস্তিত্ব চিকিৎসার কোনো প্রমাণ না থাকায় মামলাটি থেকে সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়