রোববার ২৫ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ বৈধ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ৪ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ বৈধ

ছবি সংগৃহীত

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ বলে ঘোষণা করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আগের রায় বহাল রাখে।

বুধবার শুনানি শেষে আজ রায়ের দিন রাখা হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক যুক্তি উপস্থাপন করেন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট শিশির মনিরও শুনানিতে অংশ নেন।

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। হাইকোর্ট রিট খারিজ করে বলেছিল, জনগণের ম্যান্ডেট থাকায় এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে এ রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চান রিটকারী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়