ছবি সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি করা হলেও বাদী ও আসামির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এ ঘটনায় মামলা হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। ঘটনাটির পেছনে সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত মিলেছে।
এ ঘটনায় জড়িত হিসেবে এখন পর্যন্ত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগ নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল। চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণে তাঁদের সঙ্গে ছিলেন রুবেল নামের আরেক ব্যক্তি, যিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।
গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তাঁর সঙ্গে দুই ভাই থাকবেন।































