বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোহাম্মদপুরে ওয়ারস–পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক শৃঙ্খলা ফেরার ইঙ্গিত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১০ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরে ওয়ারস–পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক শৃঙ্খলা ফেরার ইঙ্গিত

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে রিং রোডের শম্পা মার্কেট মোড়ে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি যৌথ অভিযান চালিয়েছে সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন হুইলারস অ্যালায়েন্স ফর রোড সেফটি (ওয়ারস) এবং ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগ।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই উদ্যোগে পথচারী যানবাহনচালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানো হয়।

অভিযানের সময় সাধারণত বিশৃঙ্খল এই মোড়ে শৃঙ্খলা চোখে পড়ার মতো উন্নত হয়। ওয়ার্সের কর্মকর্তারা বলেন, জনগণ সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

তেজগাঁও ট্রাফিক বিভাগের ইনস্পেক্টর মো. মাসুদুর রহমান ওয়ারসের উদ্যোগকে সহযোগিতা করতে চারজন পুলিশ সদস্য মোতায়েন করেন। এতে কার্যক্রম আরও কার্যকর হয়।

এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনপ্রতিধ্বনিকে উদ্যোগটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলেও পরে তারা সরাসরি অংশ নেয়। ওয়ারস প্রতিধ্বনির প্রতিনিধিরা জানান, মোহাম্মদপুরআদাবর এলাকায় সড়ক নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করতে তারা যৌথভাবে কাজ করবে।

ওয়ারসের মিডিয়া সমন্বয়ক মো. সাহিদ আহমেদ বলেন, মোহাম্মদপুরে পরিচালিত সাম্প্রতিক উদ্যোগের অভিজ্ঞতা দেখিয়েছে যে নাগরিকদের সচেতন অংশগ্রহণ থাকলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তিনি জানান, ওয়ারস, প্রতিধ্বনি পুলিশ সমন্বয়ে এবার আরও বড় পরিসরে কাজের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আগামী শুক্রবার শিয়া মসজিদ এলাকায় একই ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়