বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৯ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা

ছবি সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে লায়লা আফরোজ এবং তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতেই নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় খণ্ডকালীন গৃহকর্মী মোছা. আয়েশা (২০) কে একমাত্র আসামি করা হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন।

মামলার বিবরণে বলা হয়েছে, গতকাল সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। আজিজুল ইসলাম জানান, তিনি সকালে কর্মস্থলে যান এবং স্ত্রী–মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে দুজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। মেয়ে নাফিসাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আজিজুল দেখেন, সকাল ৭টা ৫১ মিনিটে গৃহকর্মী আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান। বের হওয়ার সময় তিনি একটি মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান বলে মামলায় উল্লেখ আছে।

পুলিশের ধারণা, গৃহকর্মী ধারালো অস্ত্র দিয়ে মা–মেয়েকে হত্যা করেছেন। তবে তার আসল পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ বলছে, তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়