ছবি সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুরে লায়লা আফরোজ এবং তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। হত্যার প্রধান সন্দেহভাজন বাসার গৃহকর্মীর নাম–পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন।
সোমবার দুপুরে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় মা–মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নাফিসা নবম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার সময় নাফিসার বাবা আজিজুল ইসলাম স্কুলে ছিলেন।
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে নিখোঁজ হওয়ায় গৃহকর্মীকে হত্যাকাণ্ডে জড়িত মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি বাসায় প্রবেশের সময় বোরকা পরেছিলেন, কিন্তু বেরিয়ে যান নাফিসার স্কুলড্রেস পরে। নাফিসার গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল, লায়লার শরীরেও একাধিক ক্ষত পাওয়া গেছে।
বাসার একটি আলমারি এলোমেলো ছিল। নিরাপত্তাকর্মী মো. খালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চার দিন আগে ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে ওই গৃহকর্মীকে কাজ দিয়েছিলেন আজিজুল ইসলাম। তিনি জানান, পরিচয় জানতে চাইলে মেয়েটি দাবী করেছিল যে আগুনে তার পরিবার মারা গেছে, তাই কোনো কাগজপত্র বা নম্বর দিতে পারেনি।
পুলিশ গৃহকর্মীর পরিচয় ও অবস্থান শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে।----































