
ছবি সংগৃহীত
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে এ চিত্র স্পষ্ট হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী নিজ কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর পাসের হার ৬৮.৫৭ শতাংশ, যেখানে গত বছর ছিল ৭৩.৩৫ শতাংশ এবং তার আগের বছর ৭৬.০৬ শতাংশ।
এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ১৯ জন। এর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন শিক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী, এর মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন এবং মেয়ে ১ হাজার ৮২৩ জন।
গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।
বোর্ডের চেয়ারম্যান জানান, ফলাফলে শিক্ষার্থীদের মানোন্নয়নের পাশাপাশি স্কুল পর্যায়ে আরও কার্যকর শিক্ষাদান ও তদারকির প্রয়োজন রয়েছে।