শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ যুক্তরাজ্যে নাগরিকত্ব ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ যুক্তরাজ্যে নাগরিকত্ব ঝুঁকিতে

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ‘চরম ও গোপন’ ক্ষমতার ফলে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূতসহ প্রায় ৯০ লাখ মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। মানবাধিকার সংস্থা রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ–এর এক যৌথ প্রতিবেদনে এ সতর্কতার কথা জানানো হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে—এমন নাগরিকদের ওপর অসমভাবে প্রয়োগ হচ্ছে। এতে যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।

বর্তমান আইনে সরকার মনে করলে কোনো ব্রিটিশ নাগরিক অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য বিবেচিত হলেই তার নাগরিকত্ব বাতিল করা সম্ভব—তিনি ওই দেশে কখনো বসবাস না করলেও।

গবেষকদের মতে, এতে নাগরিকত্বের ক্ষেত্রে কার্যত একটি দ্বিস্তর নীতি তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শ্বেতাঙ্গদের তুলনায় অশ্বেতাঙ্গ নাগরিকরা প্রায় ১২ গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন।

এ বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়