ছবি সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রেক্ষাপটে ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর ডাকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বন্দ্ব ভুলে এক থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চায় এবং এই হামলা পূর্বপরিকল্পিত। তিনি সতর্ক করে বলেন, ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়ে মাঠে নেমেছে এবং নির্বাচন ঠেকানোই তাদের লক্ষ্য।
বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেন, ঐক্য ধরে রাখতে না পারলে পতিত শক্তির ফিরে আসার ঝুঁকি তৈরি হবে। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার অভিযানের দাবি জানান। জামায়াতের মিয়া গোলাম পরওয়ার পারস্পরিক দোষারোপ বন্ধের আহ্বান জানান। এনসিপির নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানকে ঘিরে বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যা ঐক্য নষ্ট করছে।
প্রধান উপদেষ্টা রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার তাগিদ দিয়ে বলেন, মতভেদ থাকবে, কিন্তু শত্রুতা নয়। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ সংশ্লিষ্ট নেতারাও উপস্থিত ছিলেন।































