ছবি সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে চিকিৎসকেরা ৪৮ ঘণ্টা সময় নিচ্ছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার সকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির শরীরে ‘ইন্টারনাল রেসপন্স’ রয়েছে, তবে নির্দিষ্ট সময় পার না হলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্র জানায়, একটি গুলি কানের পাশ দিয়ে মাথা ভেদ করে বেরিয়ে গেছে এবং তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক।
এদিকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করেন ইনকিলাব মঞ্চ ও মঞ্চ–২৪–এর নেতাকর্মীরা। তারা এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করে এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীর ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।































