বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এনসিপির প্রার্থী তালিকায় নেই সামান্তা শারমিন ও রিকশাচালক সুজন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১০ ডিসেম্বর ২০২৫

এনসিপির প্রার্থী তালিকায় নেই সামান্তা শারমিন ও রিকশাচালক সুজন

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং জুলাইয়ের স্যালুট হিরো হিসেবে পরিচিত রিকশাচালক সুজনের।

বুধবার রাজধানীতে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। সুজন ২০ নভেম্বর ঢাকা আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সামান্তা শারমিন এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্ব দিয়ে আসছিলেন, এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রও ছিলেন।

ঘোষিত তালিকায় রয়েছে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। রংপুর সদস্য সচিব আখতার হোসেন, পঞ্চগড় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, ঢাকা১১ আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, কুমিল্লা হাসনাত আবদুল্লাহ এবং নোয়াখালী আব্দুল হান্নান মাসউদ প্রার্থী হয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়