বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তফসিলের আগে পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ১০ ডিসেম্বর ২০২৫

তফসিলের আগে পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আজ পদত্যাগ করছেন। তারা হলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার তারা পদত্যাগের সিদ্ধান্ত সরকারের সংশ্লিষ্টদের জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। উপদেষ্টা পরিষদের বেশির ভাগ সদস্য মনে করেন, তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে থাকা সমীচীন হবে না।

গত বছরের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আসিফ উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়