
ছবি সংগৃহীত
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন—সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙার মো. জুয়েল এবং রহমতপুরের মো. রনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ ধরার পর বাড়ি ফেরার পথে ওমানের দুখুম সিদ্দা এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে সবাই মারা যান।
নিহত সাহাব উদ্দিনের বাবা মো. সিদ্দিক বলেন, ‘আমার ছেলে মাছ ধরার বোটে কাজ করত। বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মারা গেছে।’
ওমানের দুখুম পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।