ছবি সংগৃহীত
বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সক্রিয় হয়েছে একটি মানব পাচার চক্র। প্রবাসে পাঠানোর নামে তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি এভাবে আটকে পড়া তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সিলেটের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো হয়। তিনি জানান, কানাডায় পাঠানোর কথা বলে তার ভাইসহ তিনজনকে নেপালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি হোটেলে পাসপোর্ট ও ফোন কেড়ে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে কানাডার ভিসা ও টিকিট লাগানো নকল ছবি পাঠিয়ে পরিবারের কাছে টাকা দাবি করে পাচারকারীরা।
প্রথমে পাঁচ লাখ টাকা, পরে আরও ১২ লাখ টাকা দাবি করা হয়। পরিবারের সন্দেহ হলে তারা স্থানীয় দালালের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি পুলিশকে জানায়। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে এক দালালকে গ্রেপ্তার করা হয়। এ খবর পৌঁছালে নেপালে জিম্মিকারীরা ওই তিনজনকে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে ছেড়ে দেয়। তারা ৩০ অক্টোবর দেশে ফেরেন।
ব্র্যাক জানায়, শুধু কানাডা নয়—ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নেয়ার প্রলোভন দেখিয়ে একইভাবে প্রতারণা চলছে। নেপালে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকায় পাচারকারীরা এটিকে প্রথম ধাপ হিসেবে ব্যবহার করছে।
সংস্থাটি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, বিদেশে চাকরি বা ভিসার প্রলোভনে পড়লে আগে যাচাই করতে হবে। এমন প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে।































