
ছবি সংগৃহীত
ভিসা জালিয়াতিতে যুক্ত থাকলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হবে বলে কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সোমবার (১ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ব্যবস্থা নিচ্ছে। জালিয়াতি বা অবৈধভাবে অভিবাসী আনা-নেয়ায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনা হতে পারে।
দূতাবাস আরও জানায়, অপরাধমূলক দণ্ড, এমনকি ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। আবেদন ও সাক্ষাৎকারে সত্য না বললে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।