
ছবি সংগৃহীত
৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ বিপুল জয় পেয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে এই প্যানেল। কোনো পদেই জয় পায়নি ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।
সহসভাপতি (ভিপি) পদে ৩,৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আবদুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম (৩,৯৩০ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান ও নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদ দখল করেছে শিবিরপন্থি জোট।
নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন ১১,৭৪৩ জন, ভোট দিয়েছেন ৮,০০৩ জন (প্রায় ৬৮ শতাংশ)। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ২১টি হলে ভোটগ্রহণ হয়। অব্যবস্থাপনা, ব্যালট পেপারের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট এবং ভোট বর্জন নিয়ে দিনভর উত্তেজনা ছিল। বাম সমর্থিত ও ছাত্রদলের একাংশ ভোটের শেষ দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
ফল ঘোষণায় বিলম্ব ও প্রক্রিয়াগত নানা ত্রুটি নিয়ে সমালোচনা হলেও প্রধান নির্বাচন কমিশনার দাবি করেছেন, বড় কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। ভোট গণনার সময় প্রীতিলতা হলের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যুসহ নানা ঘটনায় নির্বাচনের গতি শ্লথ হয়।
নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের যে আস্থা আমরা পেয়েছি, সেটি রক্ষা করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।” ভিপি জিতু বলেন, “দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করব।”