বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে জয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ১৬ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে জয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

ছবি সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি, জিএসসহ ২৬টির মধ্যে ২৪টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিতসম্প্রীতির শিক্ষার্থী জোটপ্যানেল। বাকি দুটি পদের একটিতে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী, অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

প্রকাশিত ফল অনুযায়ী,

  • ভিপি ইব্রাহিম পেয়েছেন ,৯৮৩ ভোট (শিবির),
  • জিএস সাঈদ বিন হাবিব পেয়েছেন ,০৩১ ভোট (শিবির),
  • এজিএস আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) পেয়েছেন ,০১৪ ভোট।
  • খেলাধুলা সম্পাদক পদে মো. শাহ আলম এবং সহ-খেলাধুলা সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল) বিজয়ী হয়েছেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে জয়ীরা:

  • সাহিত্য সম্পাদক: হারেজ মাতব্বর (,৩২২ ভোট)
  • সহ-সাহিত্য সম্পাদক: জিহাদ হোসাইন (,৭৮১ ভোট)
  • দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (,২৫৮ ভোট)
  • সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত (,৯৮২ ভোট)
  • ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা (,১৬৫ ভোট)
  • সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস রিতা (,৯৩৬ ভোট)
  • বিজ্ঞান তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. মাহবুবুর রহমান (,১২৮ ভোট)
  • আইন মানবাধিকার সম্পাদক: ফজলে রাব্বি তৌহিদ (,৩৭৩ ভোট)

পাঠাগার ক্যাফেটেরিয়া সম্পাদক : মাসুম বিল্লাহ (,৫৮৫ ভোট)

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

জান্নাতুল ফেরদৌস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী মো. সোহানুর রহমান।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে। ২৭ হাজার ৫১৬ ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভোট দেন।

এর আগে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ৪১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়