বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর বাইরে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন তারা।

আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগে ভোট শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে। তখন খালি ব্যালট বাক্স দেখিয়ে সিলগালা করেন কর্মকর্তারা। দেরির সময় পরে পুষিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এ কেন্দ্র কবি সুফিয়া কামাল হলের ৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থীর জন্য নির্ধারিত।

এদিন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমকে ভোটকেন্দ্র ঘুরে দেখতে দেখা যায়।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট চলছে। এবার মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন, এর মধ্যে পুরুষ ২০ হাজার ৮৭৩ এবং নারী ১৮ হাজার ৯০২ জন।

এটি স্বাধীনতার পর অষ্টম এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৮তম ডাকসু নির্বাচন। প্রতিটি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দিচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়