বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘পরী, তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে প্রশ্ন না করালেও পারতে’ — প্রসূন আজাদের ক্ষোভ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ৬ নভেম্বর ২০২৫

‘পরী, তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে প্রশ্ন না করালেও পারতে’ — প্রসূন আজাদের ক্ষোভ

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা পরী মণির জন্মদিনের আয়োজন এবারও ছিল বেশ জমকালো। বিদেশে দেশে দুই জায়গাতেই কেক কেটে উদযাপন করেছেন তিনি। তবে ঢাকায় আয়োজিত ঘরোয়া পার্টিতে উপস্থিত হয়ে বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়েন অভিনেত্রী প্রসূন আজাদ।

বুধবার ( নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রসূন জানান, পরীর পার্টিতে প্রবেশের সময় আইনশৃঙ্খলা অতিথি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কিছু ব্যক্তির আচরণে তিনি অপমানিত বোধ করেন।

তিনি লিখেছেন, “পরী মণি মানুষদের দাওয়াত দেয়। মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলো সান্ডা-সান্ডা, পান্ডা লোক দাঁড়ায় থাকে, যারা হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করেআপনি কে?’ পরী মণি হয়তো জানে না, তার নাম রৌশন করতে যে লোকজন সে টাকা খরচ করে রেখেছে, তারা অতিথিদের অপমান করার কাজই করছে।

তিনি আরও লেখেন, “আমি মিডিয়ার কারও দাওয়াতে সাধারণত যাই না। তবু মেট্রো আর রিকশা করে গিয়েছিলাম, কারণ পরী আমার পছন্দের মানুষ। পরী, তুমি আমাকে লোক-দেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে, আমি কে?”

পোস্টে প্রসূন জানান, তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মন খারাপ করে ফিরে আসেন।যদিও আমি গিয়েছিলাম এবং চলেও এসেছি। অন্যসময় কোথাও দেখা হবে,” — এমন অভিমানের সুরে লেখাটি শেষ করেন তিনি।

প্রসঙ্গত, ২৪ অক্টোবর ছিল পরী মণির জন্মদিন। তার চার দিন আগে মেকআপ আর্টিস্ট অর্ক তাঁকে চমকে দিয়ে কেক কাটার আয়োজন করেন। পরে ২৩ অক্টোবর মালয়েশিয়ায় গিয়ে আবারও জন্মদিন উদযাপন করেন তিনি। সেখান থেকে ফিরে ঢাকায় ঘনিষ্ঠজনদের নিয়ে আরেকটি পার্টির আয়োজন করেন, যেখানে এই ঘটনাটি ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়