ছবি সংগৃহীত
প্রখ্যাত বলিউড অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কিডনি জটিলতায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।
পরিচালক অশোক পন্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সতীশ শাহ। শনিবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। আগামীকাল সম্পন্ন হবে শেষকৃত্য।
চার দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন ও সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন সতীশ শাহ। ‘জানে ভি দো ইয়ারো’ (১৯৮৩) সিনেমায় তাঁর অভিনয় প্রথম বড় স্বীকৃতি এনে দেয়। তবে সবচেয়ে জনপ্রিয় কাজ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের ইন্দ্রভার্দন সারাভাই চরিত্রে।
‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘কাল হো না হো’, ‘ম্যায় হু না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’, ‘হাম আপকে হ্যায় কৌন’সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বলিউডের প্রাণবন্ত ও হাস্যরসিক এই অভিনেতার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।































