ছবি সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সামান্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি পরে হাতে পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামছিলেন তিনি। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হলে পাশে থাকা একজন দ্রুত তাকে সামলে দেন।
ঘটনার সময় চমকের শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়ে ছিলেন, যা খেয়াল না করায় তিনি হোঁচট খান। অপ্রত্যাশিত এই ঘটনায় কিছুটা ভীত হলেও দ্রুত স্বাভাবিক হয়ে ওঠেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সেই ব্যক্তির অসতর্কতার সমালোচনা করেছেন।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে আসেন চমক। ২০২০ সাল থেকে অভিনয় শুরু করেন। তাঁর অভিনীত জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।































