
‘প্রবাসীর দুঃখিনী বৌ’এর পোষ্টার
আসন্ন শারদীয় দুর্গাপূজায় ইউটিউবে মুক্তি পাচ্ছে নাটক ‘প্রবাসীর দুঃখিনী বৌ’। রচনা ও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ শ্রাবণ, প্রযোজনা করেছেন মোহাম্মদ সাব উদ্দিন। নাটকটি দেখা যাবে সাম্পান এন্টারটেইনমেন্ট চ্যানেলে।
গল্পে দেখানো হয়েছে এক প্রবাসীর স্ত্রীর কঠিন বাস্তবতা—স্বামীর অনুপস্থিতিতে পরিবার ও সমাজের নানা চাপ, প্রতিদিনের সংগ্রাম আর নিজেকে টিকিয়ে রাখার লড়াই।
পরিচালক সাব্বির আহমেদ শ্রাবণ জানান, প্রবাসী পরিবারের অজানা কষ্টকে বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। প্রযোজক সাব উদ্দিনের আশা, নাটকটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হবে।
অভিনয়ে আছেন জাহিদ চৌধুরী, ইলা আহমেদ, মাসুদ আলম, সোহাগ বিশ্বাস, সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকে। দুর্গাপূজার ছুটিতে নাটকটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন নির্মাতারা।