সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাধারণ জীবনে ফিরতে চান তাহসান, সংগীত ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০১, ২২ সেপ্টেম্বর ২০২৫

সাধারণ জীবনে ফিরতে চান তাহসান, সংগীত ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত

ছবি সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান অভিনয়ের পর এবার সংগীত থেকেও সরে দাঁড়ানোর কথা ভাবছেন। ২৫ বছরের ক্যারিয়ারের প্রান্তে এসে তিনি বললেন, সাধারণ জীবনে ফিরতে চান তিনি।

অস্ট্রেলিয়া সফর থেকে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেন, অভিনয় ছাড়ার পর গান থেকেও ধীরে ধীরে সরে আসছেন। কণ্ঠনালির সমস্যার উন্নতি হলেও এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। “শেষ ট্যুরের বিদায়টা আবেগঘন ছিল। স্মরণীয় করে রাখতে চাই না। সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই,” বলেন তিনি।

৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হওয়া এই সফরে ব্রিসবেন, সিডনি ও মেলবোর্নে পারফর্ম করেছেন তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। ২৭ সেপ্টেম্বর পার্থ কনসার্ট দিয়ে শেষ হবে সফর। মঞ্চে দাঁড়িয়ে মজা করে তিনি বলেন, “সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে। এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—‘দূরে তুমি দাঁড়িয়ে’—দেখতে কেমন লাগে।”

ভক্তদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এতদিন যে ভালোবাসা পেয়েছেন তা জীবনের বড় প্রাপ্তি।

১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’ দিয়ে সংগীতজীবন শুরু করেন তাহসান। ২০০২ সালে তাদের প্রথম অ্যালবাম আমার পৃথিবী দেশের তরুণদের মধ্যে দারুণ সাড়া তোলে। অভিনয়ে দীর্ঘ সময় কাজ করার পর কয়েক বছর আগেই তিনি বিরতি নেন। চলতি বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করেছেন এই শিল্পী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়