ছবি সংগৃহীত
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় দাঁড়িয়ে থাকা আলীফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বাসচালক সাত্তার জানান, তিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তড়িঘড়ি লাফিয়ে বের হয়ে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, বাসটির আংশিক ক্ষতি হয়েছে, তবে কেউ আহত হননি।
আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিস্থিতি অস্থিতিশীল করতে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে।” তিনি জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক।































