ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন দল থেকে পদত্যাগ করেছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে তাজনূভা জাবীন বলেন, দলের নীতিনির্ধারণী প্রক্রিয়া, অভ্যন্তরীণ রাজনীতি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের পদ্ধতি নিয়ে তিনি গভীরভাবে হতাশ। তাঁর ভাষায়, আদর্শের জায়গায় ‘রাজনৈতিক কৌশল’ ও ‘বিশ্বাসভঙ্গ’ প্রাধান্য পেয়েছে।
মনোনয়ন জমার শেষ সময়ের ঠিক আগে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লেখেন, অত্যন্ত ভাঙা মন নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। সমর্থকদের পাঠানো নির্বাচনী তহবিল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রত্যেকটি টাকা একে একে ফেরত দেওয়া হবে।
জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তাজনূভা জাবীন অভিযোগ করেন, এটি কোনো স্বাভাবিক রাজনৈতিক সমঝোতা নয়, বরং পরিকল্পিতভাবে পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে জোট ছাড়া অন্য কোনো বিকল্প না থাকে। তাঁর দাবি, ধাপে ধাপে সব বিকল্প পথ বন্ধ করে দিয়ে অনেককে জিম্মি করা হয়েছে।
মনোনয়ন ও আসন সমঝোতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। সারা দেশ থেকে ১২৫ জনকে মনোনয়ন দেওয়ার পর মাত্র ৩০টি আসনের জন্য সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে না দেওয়ার সিদ্ধান্তকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। এতে করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দলের শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দল এবং একে অপরকে ‘মাইনাস’ করার রাজনীতির কথাও তুলে ধরেন তাজনূভা জাবীন। তাঁর মতে, এ ধরনের রাজনীতি দিয়ে দেশের জন্য নতুন, মধ্যপন্থী ও বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তোলা সম্ভব নয়।
তবে দল ছাড়লেও গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে তাঁর অবস্থান অটুট থাকবে বলে জানান তিনি। তাঁর ভাষায়, দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য তাঁর কণ্ঠ আরও জোরালোভাবেই সক্রিয় থাকবে।































