রোববার ২৩ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোহাম্মদপুরে ওয়ারস-পুলিশের যৌথ ট্রাফিক সচেতনতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪২, ২৩ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে ওয়ারস-পুলিশের যৌথ ট্রাফিক সচেতনতা অভিযান

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে যৌথ উদ্যোগে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে হুইলারস অ্যালায়েন্স ফর রোড সেফটি (ওয়ারস) ও ট্রাফিক বিভাগ।

রাজধানীর আদাবর থানার মোহাম্মদপুর রিং রোড এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে যৌথ উদ্যোগে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে হুইলারস অ্যালায়েন্স ফর রোড সেফটি (ওয়ারস) পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই অভিযানে উল্টো পথে আসা যানবাহন ঘুরিয়ে দেওয়া, ব্যাটারি চালিত রিকশা সচেতনতা, পথচারীদের সড়ক আইন সম্পর্কে অবহিত করা এবং প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নজরে আসে।

অভিযান চলাকালে তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান তদারকি করেন। তার নির্দেশনায় সার্জেন্ট রেজা, সার্জেন্ট হাসান এবং কনস্টেবল শফিকুল দায়িত্ব পালন করেন। ওয়ারসের স্বেচ্ছাসেবীরা পুলিশের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কাজে যুক্ত হন।

এলাকার বাসিন্দা, পথচারী স্থানীয় চালকদের অংশগ্রহণে অভিযানে ইতিবাচক সাড়া দেখা যায়। সংগঠনের সদস্য মিন্টো, তুহিন, ফয়সলসহ অন্যরাও প্রচারণায় যুক্ত ছিলেন। তারা নিরাপদ চলাচল নিয়ম মানার অভ্যাস গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করেন।

ওয়ারসের মিডিয়া সমন্বয়ক মো. সাহিদ আহমেদ বলেন, ‘পুলিশের সহযোগিতা স্থানীয়দের অংশগ্রহণে আজকের কার্যক্রম সফল হয়েছে। নিয়ম মানার অভ্যাস শক্ত হলে দুর্ঘটনা কমবে এবং সড়ক আরও নিরাপদ হবে।

সচেতনতা কার্যক্রম চলাকালে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রিত ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়