ছবি সংগৃহীত
মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস আর রিচার্জ করতে স্টেশনে যেতে হবে না। ঘরে বসেই অনলাইন পেমেন্টের মাধ্যমে কার্ডে টাকা যোগ করা যাবে। ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে রিচার্জ করা সম্ভব হবে।
এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন হবে মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। সভাপতিত্ব করবেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। সড়ক পরিবহন বিভাগ সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদও উপস্থিত থাকবেন।
বর্তমানে ব্যবহৃত দুই ধরনের স্থায়ী কার্ড—র্যাপিড ও এমআরটি—উভয়ই অনলাইনে রিচার্জ করা যাবে। তবে রিচার্জের পর একবার স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে কার্ড স্পর্শ করিয়ে ব্যালেন্স হালনাগাদ করতে হবে।































