ছবি সংগৃহীত
ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম শাহীন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সব একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের হলে না থাকার নির্দেশ দিয়েছে। তবে অনেক শিক্ষার্থী এখনো হলে আছেন। অধ্যক্ষ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।































