ছবি সংগৃহীত
ইন্টারনেট বন্ধের সুযোগ বন্ধ হচ্ছে। সরকার প্রকাশ করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া, যেখানে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকার সুরক্ষায় বেশ কিছু আধুনিক প্রস্তাব রাখা হয়েছে।
বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে মতামতের জন্য। নাগরিক ও অংশীজনরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]
) বা ডাকযোগে মতামত পাঠাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও শক্তিশালী হবে।































