ছবি সংগৃহীত
বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন মাইলফলক যোগ হচ্ছে আজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে মাঠে নামছেন মুশফিকুর রহিম। এই বিশেষ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান।
সাকিব লিখেছেন, লর্ডসে মুশফিকের প্রথম টেস্ট খেলার স্মৃতি এখনও তার মনে আছে। বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে বলেভাবে সেই ম্যাচ দেখেছিলেন তিনি। সেদিন থেকেই মুশফিক শুধু তাকে নয়, অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন বলেও উল্লেখ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
পোস্টে আরও লেখেন, বয়সভিত্তিক দলগুলোতে মুশফিকের নেতৃত্বের সময় থেকেই তাকে নিজের ‘ক্যাপ্টেন’ মনে করেন তিনি। সাকিবের ভাষায়, তিনি যতদিন ক্রিকেট খেলবেন, মুশফিকই থাকবেন তার ‘ক্যাপ্টেন’।
মুশফিককে উদ্দেশ করে সাকিব বলেন, শততম টেস্ট যেকোনো ক্রিকেটারের জন্য বিশাল অর্জন। প্রথম টেস্টের মতোই মুশফিকের এই ম্যাচও মনোযোগ দিয়ে দেখবেন তিনি।
শেষে মুশফিকের জন্য রইল সাকিবের শুভকামনা—এই ম্যাচ যেন পুরোটা তিনি উপভোগ করতে পারেন।































