ছবি সংগৃহীত
ফুটবলে বাইসাইকেল কিক সব সময়ই দুষ্প্রাপ্য দৃশ্য। বয়স বাড়লে এমন গোল দেখা আরও কঠিন হয়ে যায়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেন বয়সকে পাত্তাই দেন না। ৪০ পেরিয়ে তিনি আবারও সবাইকে অবাক করে তুললেন দুর্দান্ত এক বাইসাইকেল কিকে।
গতকাল সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোলটি আসে। আল নাসর তখন ৩–১ গোলে এগিয়ে। ডান দিক থেকে নাওয়াফ বাওশালের ক্রস বক্সে পৌঁছাতেই রোনালদো প্রায় প্রস্তুত অবস্থায় ঘুরে গিয়ে শরীরকে শূন্যে তোলেন এবং বাইসাইকেল কিক নেন। খালেজ গোলরক্ষক আন্থনি মারেজের কিছুই করার ছিল না। বল জালে ঢুকতেই রোনালদো সতীর্থদের সঙ্গে আনন্দে ভাসেন।
ম্যাচের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলের ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশন না লিখে চ্যালেঞ্জ ছুড়ে দেন—“বেস্ট ক্যাপশন উইনস।” ভক্তরাও নিজেদের মতো করে ক্যাপশন দিয়েছেন। কেউ লিখেছেন, “এই বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিল।” আরেকজনের ভাষ্য, “আকাশে ভাসানো বলটির গন্তব্য ছিল একটাই—জাল।” আবার কেউ মনে করিয়ে দিয়েছেন, “এখনো মুকুট তাঁরই মাথায় মানায়।”
এই জয়ে সৌদি লিগে আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ২৭, যা তাদেরকে শীর্ষেই রেখেছে। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩। সামনে আল নাসরের পরবর্তী ম্যাচ এএফসি কাপে, যেখানে তারা মুখোমুখি হবে তাজিক ক্লাব ইস্টিকলোলের।































