ছবি সংগৃহীত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ডকে ১১৭ রানে অলআউট করে। এই জয়ে সমতায় থাকা সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা।
আইসিতে ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ৩৫ বলে অপরাজিত ৫৫ রানে ফিফটি পূর্ণ করেন। তার সঙ্গে পারভেজ হোসেন ইমন ৩৩ রান অপরাজিত থেকে জয়ের পথ সুগম করেন। আগের দুই ম্যাচে ব্যর্থ তানজিদ আজ নেতৃত্ব দেন ব্যাটিংয়ে।
আগের দিকে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও আয়ারল্যান্ড বড় সংগ্রহ করতে পারেনি। অধিনায়ক পল স্টার্লিং ৩৮ রানে সর্বোচ্চ স্কোর করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট শিকার করেন, শরিফুল ইসলাম ২ উইকেট এবং মেহেদী হাসান ও সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।
আগামী ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। সিরিজ জয়ের সঙ্গে টাইগাররা আত্মবিশ্বাস নিয়ে বিশ্বমঞ্চে নামছে।































