বুধবার ১৯ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ১৯ নভেম্বর ২০২৫

ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ দল

ছবি সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে বহু প্রতীক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে গোলে জয়ের নায়ক শেখ মোরসালিন। ম্যাচের ১৩ মিনিটে তাঁর গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

এটি বাছাইপর্বে বাংলাদেশের প্রথম জয়। একই সঙ্গে ফুটবলে ভারতের বিপক্ষে ২২ বছর পর আবারও জয় দেখল লালসবুজ। সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

এই ঐতিহাসিক সাফল্যে জাতীয় দলকে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভারতের সঙ্গে এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজকের জয় মিলিয়ে ম্যাচে জিতল লালসবুজ। সমতা পরাজয় পেয়েছে ১৩টি করে ম্যাচে।

হামজা চৌধুরী, শমিত সোমদের আগমনের পর দলটিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। হংকংয়ের সঙ্গে লড়াই করে একটি ড্র, আরেকটিতে শেষ মুহূর্তে হার। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ সময়ে গোল খেয়ে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল।

সব মিলিয়ে ভারতের বিপক্ষে পাওয়া এই জয় তাই পুরো দলের জন্যই বড় স্বস্তি আর উচ্ছ্বাস নিয়ে এসেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়