রোববার ২৩ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মুশফিকের শততম টেস্টে দারুণ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ২৩ নভেম্বর ২০২৫

মুশফিকের শততম টেস্টে দারুণ জয় বাংলাদেশের

ছবি সংগৃহীত

মুশফিকুর রহিমের শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ। শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র চার উইকেট। কার্টিস ক্যাম্ফারের দৃঢ় প্রতিরোধে সময় একটু পেছালেও শেষ পর্যন্ত মিরপুরে ২১৭ রানের বড় জয়ে সিরিজ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচে বাংলাদেশ জিতল ২–০ তে।

৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ছয় উইকেটে ১৭৬। শেষ দিনে ক্যাম্ফার এক প্রান্ত ধরে লড়াই চালিয়ে গেছেন। তিনি ২৫৯ বল খেলে অপরাজিত ৭১ রান করেন। গ্যাভিন হোয়ে ৩৭ রান যোগ করেন। তবু ঠিক সময়েই খেলায় ফিরে আসে বাংলাদেশের স্পিন আক্রমণ। তাইজুল ইসলাম ও হাসান মুরাদ চারটি করে উইকেট নেন। ২৯১ রানে থামে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

সারা ম্যাচে বাংলাদেশ ছিল নিয়ন্ত্রণে। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে দল তোলে ৪৭৬। জবাবে তাইজুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ড থামে ২৬৫ এ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ করে ইনিংস ঘোষণা করে। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মুমিনুল হক তিনজনই উল্লেখযোগ্য অবদান রাখেন। দুই ইনিংসেই ব্যাট হাতে স্থির ছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ৫৩।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়