রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সেনেগালের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১৬ নভেম্বর ২০২৫

সেনেগালের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল

ছবি সংগৃহীত

দুটি ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে সেনেগালের বিপক্ষে প্রথম জয় তুলে নিল ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে হওয়া প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ে মুখ উজ্জ্বল করল কার্লো আনচেলোত্তির দল।

প্রথমার্ধেই গোল দুটি আসে। ২৮তম মিনিটে কাসেমিরোর পাস থেকে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ব্রাজিলকে এগিয়ে নেন তরুণ উইঙ্গার এস্তেভাও। সাত মিনিট পরই রদ্রিগোর ফ্রি-কিক থেকে পাওয়া বলে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান অধিনায়ক কাসেমিরো।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল ব্রাজিল। মাতেউস কুনিয়া দুর্ভাগ্যক্রমে দুইবার পোস্টে বল লাগালেও চাপ ধরে রাখে আনচেলোত্তির দল। প্রথমার্ধে একচেটিয়া আক্রমণ চালালেও বিরতির পর তাল কমে যায়। তবুও ১৪টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রেখে জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে কিছুটা স্বস্তি ফিরল সেলেসাও শিবিরে, যারা গত মাসে জাপানের কাছে ৩-২ গোলে হেরে ঢেউ খেলেছিল। এর আগে ২০১৯ সালে সেনেগালের বিপক্ষে ড্র এবং ২০২৩ সালে ৪-২ গোলে হেরে দুর্বল রেকর্ড ছিল ব্রাজিলের।

যদিও জয় এসেছে, ৬৪তম মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের ইনজুরি কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। ব্রাজিল আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে নিজেদের বছরের শেষ প্রীতি ম্যাচ খেলবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়