বুধবার ১৯ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোরসালিনের গোলে ভারতের বিরুদ্ধে অপেক্ষার অবসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ১৯ নভেম্বর ২০২৫

মোরসালিনের গোলে ভারতের বিরুদ্ধে অপেক্ষার অবসান

ছবি সংগৃহীত

ঘরের মাঠে জয়টা যেন বহুদিন ধরে হাতছানি দিয়ে ডাকছিল, কিন্তু মিলছিল না। শেষ পর্যন্ত সেই অপেক্ষা শেষ করলেন হামজা চৌধুরী ও শেখ মোরসালিন। জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১–০ গোলের জয়ে ২২ বছরের খরা কাটিয়ে ফিরেছে বাংলাদেশ।

ম্যাচের ১১ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন মোরসালিন। রাকিব হোসেনের দারুণ পাস থেকে ঠাণ্ডা মাথায় নেয়া তার আলতো টোকা ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়। এটি তার জাতীয় দলের সপ্তম গোল। চোটে নেপাল ম্যাচে না খেলা মোরসালিন ফিরেই দর্শকদের উন্মাদনায় ভাসিয়ে দেন।

গোলের পর আরও কয়েকটি আক্রমণ সাজালেও তা বাড়তি গোল দেয়নি। অন্যদিকে ভুলে ভারত সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ৩১ মিনিটে। মিতুল মারমার ক্লিয়ারেন্স ভুলে বল পেয়ে যান ভারতীয় এক খেলোয়াড়, তবে তার শট গোললাইনে হেড করে ঠেকান হামজা। ৪২ মিনিটে দূরপাল্লার শটে কাছাকাছি এসেছিলেন হামজাই। রক্ষণ থেকে আক্রমণ পর্যন্ত লেস্টার সিটির এই মিডফিল্ডার ছিলেন কার্যকর।

বিরতির পর ম্যাচে ফিরে আসতে মরিয়া ছিল ভারত। দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিটেই দুইবার গোলের কাছাকাছি যায় তারা। ৭০ মিনিটে শক্ত শট প্রতিহত করে বাংলাদেশকে রক্ষা করেন মিতুল। শেষ সময়ে আরও একবার তার সেভে বেঁচে যায় বাংলাদেশ। যোগ করা সময়ে ভুলে বিপদ তৈরি করলেও দ্বিতীয় চেষ্টায় তা সামলে নেন তিনি।

৮২ মিনিটে পেনাল্টির আবেদন করেও সাড়া পায়নি বাংলাদেশ। যোগ করা সময়ের প্রতিআক্রমণে দ্বিতীয় গোলের সুযোগ ছিল, তবে তা হাতছাড়া হয়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে ফেটে পড়ে আনন্দ। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর ভারতের বিপক্ষে এই প্রথম জয়। দীর্ঘ প্রতীক্ষার সেই স্বাদই এখন লাল-সবুজের ড্রেসিংরুমে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়