
শান্তা পাল
শান্তা পাল একজন গ্ল্যামারাস ফ্যাশন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। মিস এশিয়া গ্লোবাল-২০১৯ এ ছিলেন বাংলাদেশের প্রতিনিধি। বিভিন্ন ফ্যাশন হাউজের এবং বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে হালের বেশ আলোচিত এক নাম।
মাত্র ১৭ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান শান্তা। মিস এশিয়া গ্লোবালে চতুর্থ স্থান লাভ করা শান্তা পাল মিস বিউটিফুল আইজ খেতাব পান। বিভিন্ন সময় থাকেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। এবার শান্তা পাল নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে একটি নজর কাড়া পোষ্ট দিয়ে দূর্গা পুজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভক্তদের সঙ্গে দুইটি ছবি শেয়ার করে লিখেন,
'প্রত্যেক নারীর মধ্যে কোন না কোন একটি আধ্যাত্মিক শক্তি আছে✨
দুর্গা রূপে তারা যেকোনো সময় অবতারিত হতে পারে.?. তাই কোন নারীকে দুর্বল ভাবলে সেটা ভুল হতে পারে?
সবাইকে দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা?’'
ইতিমধ্যে শান্তা পাল দেশের গণ্ডি পেরিয়ে ভারতের তেলুগু ছবিতে অভিনয় করেছে। এছাড়াও তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।