ছবি সংগৃহীত
প্রায় নয় মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে নভেম্বরজুড়ে দ্বীপে রাতে থাকা যাবে না; দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমিত পরিসরে রাত যাপনের অনুমতি থাকবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামের দুটি জাহাজ ছাড়ার কথা থাকলেও সফটওয়্যার জটিলতার কারণে সেগুলো আজ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধন সফটওয়্যার এখনও প্রস্তুত হয়নি।
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফিরতে হবে, তবে ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিতভাবে রাত কাটানো যাবে।
পর্যটকরা বলছেন, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘণ্টা। রাতে থাকার সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগ করা কঠিন হবে। ব্যবসায়ীরা মনে করছেন, আগের মৌসুমেও পর্যটক কম থাকায় প্রত্যাশিত লাভ হয়নি।































