ছবি সংগৃহীত
বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার ও এশিয়ান প্যাসিফিক রিজিওনাল স্কাউট কমিটির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশের প্রতি দায়িত্ববোধ না থাকলে কোনো পরিবর্তন সম্ভব নয়।
সোমবার সকালে জয়পুরহাট কালেক্টরেট মাঠে নবম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর স্নিগ্ধ বলেন, “আমাদের দেশে এক ধরনের ভুল ধারণা তৈরি হয়েছে—পড়ালেখা করে বিদেশে যেতে পারলেই জীবন নিরাপদ। এটা সঠিক নয়। এ দেশ আমাদের, তাই দেশের প্রতি সবার দায়িত্ববোধ থাকা জরুরি।”
তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, আজকের কাব স্কাউটরাই আগামী দিনের প্রকৃত মানুষ হয়ে নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আফরোজা আকতার চৌধুরী। বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিশনার নুরুল ইসলাম এবং জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুন্না প্রমুখ।































