ছবি সংগৃহীত
জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য সরকার যে সাত দিনের সময় দিয়েছে, তা আগামী সোমবার শেষ হচ্ছে। তবে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।
বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে। জামায়াতের আহ্বানকে ‘সঠিক পন্থা নয়’ হিসেবে দেখেছে দলটি এবং এতে সাড়া দেবে না। বিএনপি জানায়, রাজপথে কোনো কর্মসূচি দেওয়ার পরিকল্পনা নেই।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটের সময় নিয়ে নমনীয় হলেও জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না বলে শর্ত দিয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানিয়েছেন, দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে, তবে এখনো কেউ ছাড় দিতে রাজি নয়।
বিএনপির বক্তব্য, সরকার ও ঐকমত্য কমিশন পরিস্থিতি জটিল করেছে। নোট অব ডিসেন্ট সনদে রাখা হয়নি, তাই সরকারের আহ্বান তামাশা ছাড়া কিছু নয়। তবে সরকার উদ্যোগ নিলে বিএনপি আলোচনায় গিয়ে তাদের অবস্থান তুলে ধরবে, সনদের আইনানুগ বাস্তবায়ন এবং একই দিনে গণভোট ও নির্বাচনের স্বার্থে সরকার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।































