ছবি সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। রোববার সেনা সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পারস্পরিক পরিদর্শনের মাধ্যমে দুই বাহিনীর সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনাও তুলে ধরেন।
অ্যাডমিরাল নাভিদ আশরাফ করাচি ও উত্তর আরব সাগরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যৌথ অনুশীলন ‘এএমএএন’-এ বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারিত্বের প্রশংসা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।































