বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পাইলটের উড্ডয়ন ত্রুটিতেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: তদন্ত প্রতিবেদন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ৫ নভেম্বর ২০২৫

পাইলটের উড্ডয়ন ত্রুটিতেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: তদন্ত প্রতিবেদন

ছবি সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাটি পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই ঘটেছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “ওনার উড্ডয়নের ত্রুটি ছিল। নিয়ন্ত্রণ করতে পারেননি। পরিস্থিতি তাঁর আয়ত্তের বাইরে চলে যায়।”

প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়ন পর্যায়ে পাইলটের ভুল নিয়ন্ত্রণের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। তদন্ত কমিটি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কয়েকটি সুপারিশ করেছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম ঢাকার বাইরে সরিয়ে নেওয়া এবং বিমানবন্দরের আশপাশে হাসপাতাল, স্কুল, গুদাম বা ছোট শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে সতর্ক থাকা।

গত জুলাই মাসে ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই প্রশিক্ষক ও প্রশিক্ষণরত পাইলটসহ কয়েকজন হতাহত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়