ছবি সংগৃহীত
উত্তরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী ইউসুফ হোসেন (৩২) নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আজমপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে, কোন গাড়ি দুর্ঘটনার কারণ তা এখনও নিশ্চিত করা যায়নি।































