বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতিসংঘে আ. লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:০১, ৬ নভেম্বর ২০২৫

জাতিসংঘে আ. লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মনে করছেন, জাতিসংঘে পাঠানো চিঠি দিয়ে কোনো কার্যকর পদক্ষেপ হবে না।

তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”

গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলা বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ জানিয়েছে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখা উচিত। চিঠি পাঠিয়েছেন দলের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখা এবং সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করা জরুরি। এছাড়া, বাংলাদেশে ইউএনডিপির ব্যালট প্রজেক্ট ও নির্বাচনী সহায়তা সংক্রান্ত বিষয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠি উল্লেখ করেছে, এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়