বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪২, ৬ নভেম্বর ২০২৫

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বৃহস্পতিবার ( নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুদক সূত্রে জানা গেছে, আজই ফিরোজ হোসেনকে আদালতে হাজির করা হবে।

এর আগে গত ১৭ আগস্ট ফিরোজ হোসেনসহ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে ৮৫৮ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে মামলা করে দুদক।

এজাহারে বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যেমদিনা ডেটস অ্যান্ড নাটসনামের একটি প্রতিষ্ঠান কোনো জামানত ছাড়াই এবং পণ্য ক্রয় ছাড়াই ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ আত্মসাৎ করে।

এই মামলায় নজরুল ইসলাম মজুমদারসহ কয়েকজন ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। আদালত নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে।

দুদক কর্মকর্তারা বলছেন, ফিরোজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এই ঋণ জালিয়াতি চক্রের বিস্তারিত তথ্য অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা উদঘাটনের চেষ্টা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়