ছবি সংগৃহীত
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত–৫।
বৃহস্পতিবার বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন।
মূল দণ্ড
শেখ হাসিনা: তিন মামলায় সাত বছর করে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড। তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৮ মাস কারাভোগ।
সজীব ওয়াজেদ জয়: এক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। অনাদায়ে ছয় মাস অতিরিক্ত কারাদণ্ড।
সায়মা ওয়াজেদ পুতুল: এক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। অনাদায়ে ছয় মাস অতিরিক্ত কারাদণ্ড।
আরও যাদের সাজা
সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন: দুই মামলায় মোট ১২ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা।
সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ: তিন মামলায় ১৮ বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
সচিব মো. শহীদ উল্লা খন্দকার: ১৮ বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন: ১৮ বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা: ১৫ বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা।
রাজউকের একাধিক সাবেক সদস্য, পরিচালক, উপপরিচালক ও সহকারী কর্মকর্তাসহ আরও অনেকেই বিভিন্ন মামলায় ১ থেকে ৯ বছর পর্যন্ত জেল ও অর্থদণ্ড পেয়েছেন।
এক আসামি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার—প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।
তিনটি মামলায় মোট কয়েক ডজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তদন্ত শেষে গত মার্চে তিন মামলাতেই চার্জশিট জমা পড়ে। আদালত আজ রায় ঘোষণা করে মামলার বিচার প্রক্রিয়া শেষ করলো।
সূত্র: বাসস































