ছবি সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের মন্তব্য করেছেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করছে ভয়ের কারণে। তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত আদর্শ ভুলে গেছে এবং স্থানীয় সরকার নির্বাচন বা গণভোট হলে তাদের পারফরম্যান্স ব্যর্থ হবে।
ডা. তাহের শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পুরানা পল্টনে আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময় বিএনপি বড় দল ছিল, আজ সেই স্থান নিয়েছে জামায়াত।
সভায় মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। বক্তৃতা দেন দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম।































