মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১০ নভেম্বর ২০২৫

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ছবি সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন। এর আগে গত ৬ নভেম্বর হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছিলেন।

লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ২৮ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আদালত লতিফ সিদ্দিকীর জামিন বহাল রাখলেও, মামলার অন্যান্য আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়