মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পশুর নদে নৌকাডুবি, নিখোঁজ সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১০ নভেম্বর ২০২৫

পশুর নদে নৌকাডুবি, নিখোঁজ সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার

ছবি সংগৃহীত

বাগেরহাটের মোংলার পশুর নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আজাদের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মোংলার সাইলো জেটির কাছে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল এলাকায় ঘুরতে গিয়ে বোটডুবির শিকার হন। প্রবল ঢেউয়ে বোটটি উল্টে গেলে স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু নিখোঁজ ছিলেন রিয়ানা।

তিন দিন ধরে চলা অনুসন্ধান অভিযানের পর সোমবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিয়ানা আজাদ রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা এবং বিমানের সাবেক পাইলট। পরিবারের সঙ্গে সুন্দরবনে বেড়াতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়