রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ওমানে নিহত সাত প্রবাসীর লাশে শুরু সন্দ্বীপের লাশবাহী স্পিডবোটের যাত্রা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ১৯ অক্টোবর ২০২৫

ওমানে নিহত সাত প্রবাসীর লাশে শুরু সন্দ্বীপের লাশবাহী স্পিডবোটের যাত্রা

ছবি সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে লাশবাহী স্পিডবোট চালুর খবর নিজের ফেসবুক পেজে জানিয়ে খুশি হয়েছিলেন প্রবাসী মোহাম্মদ আমীন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে তাঁর লাশই প্রথম সেই স্পিডবোটে করে বাড়ি ফেরে।

৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান সন্দ্বীপের সাত প্রবাসী—মোহাম্মদ আমীন, মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন (২৬)। তাঁরা সবাই সাগরে মাছ শিকারের কাজ করতেন।

শনিবার রাতে তাঁদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। পরে আজ রোববার সকালে স্পিডবোটে করে সন্দ্বীপে নিয়ে আসা হয়। সকাল আটটায় পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁদের দাফন করা হয় নিজ নিজ গ্রামে।

নিহত আমীন সারিকাইত ইউনিয়নের আলী কব্বরের ছেলে। মৃত্যুর এক দিন আগে তিনি ফেসবুকে লিখেছিলেন সন্দ্বীপে লাশবাহী স্পিডবোট চালুর খবর নিয়ে। ঘরে তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে—বড় মেয়ের বিয়ের আয়োজনের প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

স্থানীয়দের মতে, নিহতদের বেশির ভাগ পরিবারই আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের মধ্যে পাঁচজনেরই কয়েক মাস বয়সী সন্তান রয়েছে।

জানাজায় অংশ নিতে আসা প্রবীণ আবদুল হাই বলেন, “সাতটা কফিনে সাতটা ছেলের লাশ—এমন দৃশ্য যেন আর না দেখি।”

নিহত সাহাবুদ্দিনের বাবা মো. সিদ্দিক বলেন, “ছেলে হারানোর শোক তো আছেই, কিন্তু এখন ভাবি তার চার মাস বয়সী মেয়েটার ভবিষ্যৎ নিয়ে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়